Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারিভাবে বিদেশে যাওয়ার জন্য মহিলা কর্মিদের অনলাইনে রেজিষ্ট্রেশনের কাজ শুরু হচ্ছে ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত, তবে মাঝের ১৪ এপ্রিল বন্ধ থাকবে।
বিস্তারিত

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হংকং, সিংগাপুর, জর্ডান ওমধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারিভাবে পর্যায়ক্রমেহাউসকিপার/গার্মেন্টস/নার্স/কেয়ারগিভার/ফুড প্রসেসর/ক্লিনার/ফিসপ্রসেসর/ফ্যাক্টরী কর্মি/রিপিসশনিষ্ট/ফল আহরণকারী/বিক্রয় কর্মি/কৃষি কর্মিপদে নিয়োগের জন্য আগ্রহী মহিলা প্রার্থীদেরকে ডিজিটালাইজড পদ্ধতিতে বৈদেশিকচাকুরীরজন্য নাম নিবন্ধন করতে আহবান করা যাচ্ছে। তাই জিটুজি পদ্ধতিতেঅত্র ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের আওতাধীন বা রামু উপজেলার সকল মহিলাজনসাধরণকে অত্র ফতেখাঁরকুল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে এসে নাম নিবন্ধনকরার জন্য আনুরোধ করা যাচ্ছে।

 

অনুরোধে

সিরাজুর ইসলাম ভূ্টো

চেয়ারম্যান

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ

রামু, কক্সবাজার।

 

যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

চেয়ারম্যানঃ ০১৮১৯-৬২৩৫৯১

সচিবঃ ০১৮১৭-৫৫০৯২০

তথ্যকেন্দ্রঃ ০১৫৫৫-০১০৫০২

ডাউনলোড
প্রকাশের তারিখ
12/04/2013