Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারী ও বেসরকারী ভাবে বিদেশে চাকুরী প্রার্থীদের নাম অনলাইনে রেজিস্ট্রেশন ০৪ থেকে ১২ অক্টোবর ২০১৩ পর্যন্ত
বিস্তারিত

সরকারী ও বেসরকারী ভাবে বিদেশে চাকুরী প্রার্থীদের নাম অনলাইনে রেজিস্ট্রেশন করণ বিজ্ঞপ্তি

রেজিস্ট্রেশন এর যোগ্যতা:

প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪৫ বছর। গৃহকর্মীর ক্ষেত্রে ২৫-৪৫ পর্যন্ত। যে কোনো দেশের জন্য এইরেজিস্ট্রেশন প্রযোজ্য হবে তবে প্রার্থী তার পছন্দের তালিকায় সর্বাধিকসাতটি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থী সর্বমোট ২০০ এরঅধিক ট্রেড/পেশা হতে এক বা একাধিক ট্রেড পছন্দ করতে পারবেন। তবে যারা ট্রেডবা পেশায় দক্ষতা নেই তারা সাধারণ কর্মী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সকলেরঅবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বের যে কোন দেশে সরকারি ও বেসরকারিভাবেবৈদেশিক চাকুরির জন্য আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের যোগ্যতা অনুযায়ীপছন্দমত বিভিন্ন পেশায় বুয়েটের সহায়তায় ডিজিটালাইজড পদ্ধতিতে নামরেজিস্ট্রেশন করা হবে। ইউএনডিপি ও ইউএসএআইডি এর কারিগরী সহায়তায়প্রধানমন্ত্রির কার্যালয়ে বাস্তবায়নাধীন একসেস টু ইনফরমেশন (এ টু আই)প্রোগ্রাম এবং স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্থাপিত সকল ইউনিয়ন তথ্য ওসেবা কেন্দ্র (ইউআইএসসি), সিটি কর্পোরেশনের অধীন ওয়ার্ড পর্যায়ে স্থাপিতনগর তথ্য ও সেবা কেন্দ্র (পিআইএসসি)এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষনব্যুরোর অধীনস্থ ৪২ জেলায় অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডিইএমও) স্ব স্ব জেলার প্রার্থীদের রেজিস্ট্রেশন করা যাবে।

অনুলিপি ফরম পূরণ/বিতরণঃ ২৩/০৯/২০১৩ইংরেজী হতে।

অনলাইনে রেজিস্ট্রেশন, চট্টগ্রাম বিভাগঃ ০৪ অক্টোবর থেকে ১২ই অক্টোবর ২০১৩ পর্যন্ত

আসার সময় আনতে হবেঃ

১। ডিজিটাল পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)

২। নিজ আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদ ফটোকপি।

২। নিজ পিতা ও মাতার নাম (ইংরেজীতে)।

৩। নমিনির নাম, নমিনির পিতা ও মাতার নাম(ইংরেজীতে)

৪। নমিনির আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি

৫। ওজন ও উচ্চতা।

৬। যে কোন ২/৩টি মোবাইল নম্বর।

৭। আপনার পরিচিত ৩ জনের নাম ও মোবাইল নম্বর।

৮। শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি(সনদধারীর ক্ষেত্রে)

৯। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও পাশের সন(সনদধারী)

১০। পূর্ণ ঠিকানা (ইংরেজীত)

১১। বয়স ১৮ থেকে ৪৫ বৎসর, শুধুমাত্র নারী গৃহকর্মী পেশায় বয়স ২৫-৪৫ বছর হতে হবে। (অন্যান্য পেশার ক্ষেত্রে মহিলা প্রার্থীদেরও বয়স সীমা ১৮-৪৫ বছর)।

 

প্রচারেঃ ফতেখাঁরকুল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র,

রামু সদর, কক্সবাজার

মোবাইলঃ 01555-010502

 

ডাউনলোড